বিবেকের দিকে চোখ
- মোঃ আমিনুল এহছান মোল্লা

বিবেকের দিকে চোখ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৬-১০-২০২৪ ইং
************************
বুকে চাপা আতঙ্ক শঙ্কা ভয় নিয়ে বসে আছি!
শুন্যতার দিকে চোখ,ভয়ঙ্কর অন্ধকারে চলেছি।

শুন্যতার ভিতরেও অসংখ্য ছদ্মবেশী অসুরের কায়া,
শকুনের ঝাঁকগুলো আবার আসিছে ফিরে মাতৃছায়া।
ঋতু বদলেও বসন্তের সুরভী ফুল ফুটে না আর এখন,
দৃশ্যমান বিচারহীনতার জটাজুটে অবরুদ্ধ বিচারিক অঙ্গন।

সোনালী সূর্য্ হতে খসে গেছে স্বাধীনতার প্রখরতা,
মুক্তি এখন কারারুদ্ধ !জ্বলে পুড়ে ছাঁই বৃক্ষ তরুলতা।
ডাক শুনে ফিরে তাকায় না কেউ- কেউ আসে না,
বুকে চাপা আতঙ্ক শঙ্কা ভয় এখন যেন চিরচেনা।

রাত্রির ভূঁত প্রেতেরা অতিদ্রুত সংঘবদ্ধ হচ্ছে চারিধার,
অভিজাত বেডরুমে আনাগোনা বেড়েগেছে পরিষদের।
সভ্যতা তাকিয়ে আছে শুন্যতার দিকে নির্বিকার,
ঐতিহ্যের চিহ্নগুলো পচনের দিকে দুরন্ত-দুর্বার।

তবু উজ্জ্বল বিবেকের দিকে চোখ, প্রতীক্ষায় আছি,
যদি চেতনা ফিরে আসে,তবু যদি একই গান রচি।
-----------------------------------------------


১৬-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।