মা কালীর কবিতা - অর্ঘ্যদীপ চক্রবর্তী
- অর্ঘ্যদীপ চক্রবর্তী
কালীর কথা ভাব গো মন ||
তুমি কালীর কথা ভেবে ভেবে
বাতুল হয়ে যাও না গো মন ||
কালী তোমার মাতা জেনো
কালী তোমার পিতা জেনো ||
সেই কালীর পদে বাস করো মন
সেথা হয় কত শান্তি বর্ষণ ||
জেনো কালী ব্রহ্মময়ী
জেনো কালী শিবের ঈশ্বরী ||
মন ঐ কালীর পদেতে থাকো না গো
ইহাই জীবনের সার জেনো ||
---- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৯/৯/২০২৪
১৬-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।