» সহজ হতে দোষ কি?….
- কাজী ফাতেমা ছবি

তোমাকে পড়া আমার জন্য পাহাড় কাটার মতই কঠিন ভিষন
তোমাকে বুঝা হিমালয়ের চূড়া জয় করার মতই একটা মিশন
তোমাকে যাচাই করা হতে পারে মুক্তোর জন্য সমুদ্র সেচন…
সাধারণ কর্ণে শুনাও সম্ভব না তোমার হৃদের অস্ফুট কথন;
যা দেখি তুমি তা নও
না দেখাটাই তুমি হও;
শান্ত চেহারার আড়ালে তুমি পাথর
পাথর গলাতে হতে চাই না কাতর;
বুঝতে গিয়ে দেখি তুমি অসাধারণ
সাধারণ, সরলতা আমার চিরন্তন,
সহজে যারে আমি পারি বুঝতে
তারি মাঝে আমারে যাই খুঁজতে;
কঠিনেরে যাচাই সহজের নয় কাজ
কেমনে রাখি বল? তরল হৃদ মাঝ!
যাকে পারি না বুঝতে মুহুর্তের জন্য
অস্ফুট কথা শুনতে নাই হলাম হন্য;
তার চেয়ে ভাল তুমি হয়ে যাও আমার কবিতা গল্প
বেশি না হয় চোখ বুলিয়ে পড়ে ফেলতাম অল্প স্বল্প,
বা হয়ে যাও টুংটাং সুরেলা সুরের অনুরণন
অস্ফুট কথা মনে অবিরত করে যেতাম বুনন;
বরং হয়ে যাও না! জানালার কাছে ফুটা সবুজে ধবধবে একটা বেলী ফুল
ক্লান্ত, ঘর্মাক্ত দেহে জানালার শার্শিতে হাত ছুঁয়াতেই ভেঙ্গে যাবে যত ভুল,
দয়া করে এমন অপরিচিত চোখে এদিকে তাকিও না
শক্ত ম্রিয়মান অবয়বে আমায় দেখে মুখ বাঁকিও না।
একটু সহজ হতে দোষ কি বলো?
শুন, সহজ হতে শিখো ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।