মুছে ফেললেই মুছা যায় না
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মুছে ফেললেই মুছা যায় না
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
************************
মুছে ফেললেই মুছা যায় না হে নব কান্ডারী,
ওরে এখনো জাগ্রত আঁধার রজনী অতন্ত্র প্রহরী।

রক্তাক্ত পথ অতিক্রম করে ফুটেছিল যে ফুল,
তার সৌরভ সুবাস থমকে যাবে না জগত কূল।
শুব্র পূর্ণিমা থেকে যে স্মিগ্ধতা দেখেছি সীমানায়
তাতো বুকের গভীরে রেখেছি গেঁথে অবলিলায়।

তোমার এ আগুন তোমাকেই পুড়াবে আসন্ন দিন,
তুমুল এ উত্তাল থমকে যাবে আরেক বিপ্লব ক্ষণ।
যে আগুনের খেলা খেলছ দুর্বহ দম্ভ!
সে আগুনের কুন্ডেই তুমি হবে হতভম্ব।

এখনো বিপ্লবীর হাতে হাতে দুর্জয় রাইফেল,
সেনাপতি এখনো এ বুকে মৃত্যুঞ্জয়ী দিকপাল।
ওই বিপ্লবী বজ্র কন্ঠ মুছবে কি করে- চিরতরে?
সে তো পাথর কচির মতো বারে বারে আসবে ফিরে!

এ অন্তরে আঁকা যে চিত্র!
সে এক কালজয়ী মহানায়কের অঙ্কিত মানচিত্র।
মুছে ফেললেই মুছা যায় না প্রেমের চিঠি,
এখনো জাগ্রত অযূত হৃদয় স্বদেশের মাটি।

---------------------------------------------


১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।