ক্ষমতার উগ্রতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ক্ষমতার উগ্রতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
************************
চারিদিকে রাগ- ক্রোধ, হিংসা -প্রতিহিংসা ভাই,
ক্ষমতার মহরা চলেছে -কোন উদার প্রাণ নাই।

অন্তর জুড়ে অসুর প্রলেপ, কার কাছে যাই!
কি যে অপমান-অপদস্ত- যে দিকে তাকাই!!
সভ্যতার ভিতরে অসভ্যতার গান হরদম বাজে,
মানুষের ভিতরে অমনুষ্যত্তেরা পশুত্তের সাজে।

এখন যেন প্রতিশোধ মম জীবনের শ্রেয়তম,
ক্ষমার সে মহত্ব আর নাহি যেন অন্তর -মম।
ক্ষমতার উগ্রতা মরণ আনে রাশি রাশি-
অপমান অপদস্তের স্মৃতি সৌধ তবু অগ্রাসী!

অপরাজনীতি মনুষ্যত্ত্বরে করিয়াছে গ্রাস অবিরত,
ক্ষমতার উগ্রতা ডুবিয়াছে তরী অথৈ জলে সতত।
হে আজিকার কান্ডারী তোমার পথও অনেক বাকি,
আজই শুব্রতাকে লুফে নাও, জমেছে অনেক ফাঁকি!
-------------------------------------------


১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।