এখনো সংশয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

এখনো সংশয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
************************
এখনো সংশয়, এখনো ভয়, স্বপ্ন ক্রমে ছিন্ন,
এখনো সেই দখলবাজিরা উম্মোচন করেছে ঘৃণ্য।
বিপ্লবের সেই রক্ত সেই আত্মত্যাগ সেই দৃষ্টি,
এখনো অধরা মুক্তি, এখনো সেই পুরানো কৃষ্টি।

এখনো গুম হত্যা চলে,মিল কলকারখানা আক্রান্ত,
এখনো শকুনেরা আঘাত হানে,এখনো চলে চক্রান্ত।
এখনো বিদেশী চর ঢুকে তছনছ করে মায়ের বুক,
তবু ওরা চিনে না শত্রুদের,তবু জাগেনা চৈতন্য
তবু বুঝে না মাতৃকার সুখ-দুঃখ।

তবু গুপ্ত ঘাতকের পাশে পাশে চলে সম্মুখ যুদ্ধে-
যারা কেড়েছে সভ্যাতা,স্বাধীনতা রেখেছে অবরুদ্ধে।
সহসা জাতির মুক্তি হবে না, হবে না চর শুন্য
ক্ষমতা লোভীরা নীতি নৈতিকতাকে করেছে নগন্য।

এখনো সেই সেন্ডিকেটের দৈরাত্ব ‍মুক্তির বৈরী,
এখনো স্বৈরতন্ত্রের জাল হয় দিকে দিকে তৈরী।
এখনো সংশয়, এখনো ভয়, স্বপ্ন ক্রমে ছিন্ন,
এখনো সেই বিচারহীনতা উম্মোচন করেছে ঘৃণ্য।
----------------------------------------------


১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।