না বলা কথা...৩৯
- অথই মিষ্টি

ওহে!
তুমি নারী চিনো!
পুষে রাখা হাজারো সখ পালন করা আশাগুলোকে
সংগোপনে স্ব-হৃদয়ে হত্যা করা মানুষটি একজন নারী।

নারী তো সেই
যে নিজের কাছে নিজের নয় বরং বৃদ্ধ থেকে ক্ষুদ্র সহ
পরিবারের সকল সদস্যের গুরুত্ব আগে দেয়।

সেই তো নারী
সকলের খাওয়ার পর বেচে যাওয়া খাবার খেয়ে
টান টান অর্ধেক ভরা পেটে হাঁসি মুখে কেবল বলে আলহামদুলিল্লাহ।

সহস্রো পরিশ্রমে রক্ত করে পানি নিজ সংসারকে ভালো রাখতে
অদৃশ্য অশ্রু মুছে সমাজের নিয়ম নেয় মানি।
মেয়ে রূপে বোন রূপে বউ সে আর গুণবান জননী।
চিনো কি তাঁকে!

সেই হলো নারী
নিঃস্বার্থে নিজের সকল কিছু দিয়েও যায়
দিন শেষে অপ্রত্যাশিত কষ্টও পায়

কিন্তু আর কিছু নয় তবুও ভিষণ করে তাঁর পরিবারের শান্তিই চায়
নারী আমি আর এমনটাই আমার ভাগ্য বলে সবই মেনে নেয়
তাঁর নামই নারী বোঝা কি যায়!

স্পষ্ট ভাষায় বলতে পারে না নিজের কথা
আঘাত প্রাপ্ত ক্ষত স্থানের ব্যথা
অসহ্য যন্ত্রণায় হাঁসি মুখে শুধু সয়ে যায় নিরালায়
তবুও কাঁদে হাহাকার করে সকলের ব্যথায়।


১৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।