কে মুছে এই ফুল?
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কে মুছে এই ফুল?
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৮-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
ইতিহাস মুছে দাও নব ইতিহাস লিখবো,
যোদ্ধা এগিয়ে এসো নব শকুন মাড়বো।
রক্ত ঢেলে দাও রাঙা গোলাপ ফোটাবো,
কানের পর্দা খুলো সেই বজ্র কণ্ঠ শুনাবো।
যে সুরে খুঁজে পাবে তুমি স্বাধীনতার স্বাদ,
সেতো যুদ্ধে মৃত্যুঞ্জয়ী প্রাণের পূর্ণিমা চাঁদ।
সেতো নিভিৃক কান্ডারী উত্তাল বৈশাখী ঝড়ে,
তারে কি করে ভুলি সোনালী সূর্যের প্রহরে?
যার রক্ত ফোটা হতে চুষে নিয়েছি বীর্য রস-
তারেই গোলাপ ভাবি পুষ্প কাননের প্রবেশ।
সেই তো পুস্পের সুরভী সুবাস মধুগন্ধময়,
কে মুছে এই ফুল? সেতো অনুভূতি এ হৃদয়।
---------------------------------------------
১৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।