সেই পুরানো শত্রু
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সেই পুরানো শত্রু
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ১৯-১০-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
হে বঙ্গ জননী,তোমার এ অশ্রুঝরা চাহনী,
আর সহিতে পারি না মাগো এ দেশদ্রোহী বাণী!

উজ্জ্বল গগণে উঠিছে ভরি ঘন কালো মেঘ,
রাত্রির আঁধারে বজ্র হানিছে আঘাত তীব্র বেগ।
এখনো সেই পুরানো শুত্রুরা মীরজাফর রূপে,
পুড়ে দিতে চায় রক্ত ঝরা ইতিহাসের পাতা ধাপে ধাপে।

হে বঙ্গ জননী, তুমি এসেছিলে যার হাত ধরে,
তারেই মুছে দিতে চায় সেই পুরানো শত্রু দোসরে।
হে বঙ্গ জননী তোমারে যে নিয়েছি এ বুকে,
তবু সংশয়! তবু শঙ্কা!চারিদিকে মুনাফিক ঢুকে।

ওরা কারা ভক্তি পাবন শত্রুর পূজার ধূপে?
জাগো হে জাগো বঙ্গ জননী নব যোদ্ধা রূপে।
-----------------------------------------------


১৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।