ভয়তন্ত্র
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভয়তন্ত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ১৭-১০-২০২৪ ইং
**********************
আর কত কাল প্রহর গুনিব হে কান্ডারী?
এখন যে ভয়তন্ত্র গ্রাসিয়াছে স্বাধীন তরী!

বিপ্লবে পাওয়া স্বাধীনতা আজ যে মরি মরি,
মাতৃকারে ঘিরিয়াছে সেই পুরানো সুর বাঁশরি।
বুঝিতে পারি না কি জানি কি আছে দুশমনে,
স্বাধীনতা বলো তবু অবরুদ্ধ বজ্র কণ্ঠ তানে।

কি অজানা ভয় ঘুরে ফিরে দুষ্ট অঙ্গুলি তুলি,
স্বৈরাচার ভঙ্গিতে অকুল সিন্ধু উঠিছে আকুলি।
এরূপ স্বাধীনতা চাইনি রক্ত ঝরা অন্বেষণে,
তবু নিয়ত গ্রাসিয়াছে ভয়তন্ত্র স্বাধীন গৃহকোণে!

জুলুম অত্যাচার হুলিয়ায় নাচিতেছে শাসক দল,
রাগ ক্রোধ, প্রতিশোধ হানিতেছে আঘাত বঙ্গ তল।

স্বাধীনতা যেন ছলছল-আঁখি ব্যথাতুর অশ্রুজলে,
চরণ তলের পিচ্ছি ব্যাঙ উঠিছে হাতির কপালে।
------------------------------------------


২১-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২১-১০-২০২৪ ১৫:৫৮ মিঃ

ভালো লাগলো কবি ।
সুন্দর উপস্থাপন। শুভ কামনা।