অপমানতন্ত্র
- মোঃ আমিনুল এহছান মোল্লা
অপমানতন্ত্র
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২২-১০-২০২৪ ইং
**********************
এখন জ্ঞানী গুনিদের মুখখানি বিষাদ-কোমল.
অজ্ঞরা দিয়েছে হানা অপমানতন্ত্রের কোলাহল।
এখন সম্মানের সৌন্দর্যে যেন ব্যাথাতুর অশ্রুজল,
উদার হস্তে করিছে দান অপমান -এ বঙ্গ তল।
মানবতা যেন বেদনাকাতর মুখে সকরুন হাসি,
সভ্যতা অস্তমিত হইয়া কাঁদিতেছে নিরালা বসি।
এমন অপমানতন্ত্র মর্ম্-মাঝে বড় ব্যাথা জাগে
এমন নগ্ন অসভ্যতা কেউ দেখেনি এর আগে।
কোন দিকে ছুটিছে মানবের বক্ষ হতে রক্ত রস,
হৃদয় কি করে এমন নিষ্ঠুর হয় ক্ষমতার পরশ?
ঋতু বদলে আবার যদি ফিরে আসে আপনার দিকে
সেদিন কি করে সহিবে এ অপমান তোমার বুকে?
এতো রাগ ক্রোধ হিংসা প্রতিশোধ নিয়ত দহে,
ধ্বংস আনিছে ডেকে নিজেরই সুঠাম দেহে।
আসন্ন দিনে এ ফাঁদেই পড়িবে ধরা দিবস নিশীথে,
ফিরে এসো উদারতন্ত্রে প্রেম ভালবাসার হাসিতে।
---------------------------------------
২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।