বাঙালি
- মোঃ মুসা (গাংচিল)
অনেক মেঘের কোলে
একমুঠো রোদ উঠার স্বপ্নকে দেখি,
ঝড়ের ধ্বংসযজ্ঞেও নব আবাসনে
মেরামতে স্বপ্ন দেখি।
বাংলার আকাশে ঘনঘটা বৃষ্টি
তুফানে জাগাই মাথা,
বাংলার মাটিতে এই
জন্ম বলে বাংলা প্রাণে গাঁথা।
সত্তরের জলোচ্ছ্বাসে এই ভোলা বাসী
লড়াই করে বেঁচেছে
একাত্তরে স্বাধীনতা বাঙালি এনেছে
জয়ের হাসি হেসেছে।
তবুও বাঙালি থেমে থাকে নাই স্থির
শত্রুর বিরুদ্ধে জাতি প্রতিকূল লড়ে
বেঁচে থাকে যুগে যুগে,
বাঙালি হারে না তবে ঘুরেই দাঁড়ায়
সর্বদা চেতনা মুখে।
দাবিয়ে রাখতে কবে? বাঙালিকে পারে
বাঙালি চিরন্ত সূর্য,
মৃত্যুর কাছে গিয়েও যৌবন দীপ্তিতে
তাজা জয়ধ্বনি শুনে।
২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২২-১০-২০২৪ ১২:৪৮ মিঃ
বাংলার মাটিতে এই
জন্ম বলে (বাংলা) প্রাণে গাঁথা।
বাংলা শব্দটি বাদ যাবে ছন্দ মাত্রার জন্য।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।