বাংলাদেশ ও হবে একদিন
- মোঃ মুসা (গাংচিল)

আমি স্বপ্ন দেখি যেন, একদিন মুছে যাবে
বাঙালির দুঃখ,
মুছে যাবে অনিয়ম, দুর্নীতি রুক্ষ বৈষম্য
সততায় সুক্ষ্ম।

আমি স্বপ্ন দেখি যেন, একদিন দূর হবে
বিদ্বেষ পোষণ,
দূর হবে অন্ধকার অকল্যাণ সুর
হবে না গ্রহণ।

আমি স্বপ্ন দেখি যেন রাজনীতি ভুলে
বাঁচবে সকলে,
দেশের কল্যাণ নিয়ে একত্রে ভাববে
বিভেদ কে ভুলে।

একদিন গর্ব করে ফিরবে সবাই
দেশ ছেড়ে গেছে
উন্নত সাধের টানে একদিন গেছে
আসবে যে শেষে।

ইউরোপ থেকে সেরা প্রিয় কেন্দ্রস্থল
শান্তিপূর্ণ হবে,
অপেক্ষা করছি যেন এই মনপ্রাণে
সেই দিন কবে?


২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।