না বলা কথা...৪০
- অথই মিষ্টি
আজ আর দিন কাটে না
এমনও অনেক দিন চলে গেছে জীবন থেকে
হাজারো ব্যস্থতার মধ্য দিয়ে যায়
এতটুকু অবসরও মিলে না।
শুধু কপালে হাত রেখে করি হায় হায়।
আজ মনে হয়
কেটে যাওয়া সেই দিনগুলোতেই হৃদয় শান্তি পায়।
আগের মতো আজ আর কোন আশা নেই
মুখ ভরা হাজারো কাজের ব্যস্ততার কোন ভাষা নেই
নেই আজ স্ব-শরীরে সংসারের কাজ শেষ হওয়ার তারাহুরা
সঠিক ভাবে কাজ করি যেন কেউ আর দেয়না পাহারা
হিজিবিজি সংসারের সে গিজগিজ শব্দ পরে না আজ কানে
কেন একা হয়ে গেলাম কেনইবা আজ সে সৃতি গুলো পরে মনে
সবাই রেগে যেতো কারণে অকারণে আমার উপর সব সহ্য করতাম আমি
কোথায় আজ সেই সকলে আর কোথায় আজ আমার সে স্বামী।
২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।