একালের বাংলাদেশ
- মোঃ মুসা (গাংচিল)

ভিনদেশী মোর দুশমন ছিল মরছে বাঙালি জাতি,
ভিনদেশী গেলো স্বাধীনতা পেলো এখনো কি নিয়তি?
স্বাধীন হলাম মিলেমিশে মোরা ধরব দেশের হাল,
তাইতো হলোনা উল্টো চিত্র চলে জনমের কাল।

বাঙালি জাতিকে বাঙালি মারছে হায়রে জাতির কুল,
দূষিত বিবেকে রাজনীতি করো কেবলই করো ভুল।
বাঙালি বাঙালি দুশমন হলো দুই দলে হলো ভাগ,
এরচেয়ে বেশি লজ্জার কিছু বলছি না বাকি থাক।

বাঙালিকে কেন বাঙালি মারবে স্বাধীন তাইলে হলো?
বাঙালি এখন অসভ্য হয়ে কোনদিকে পথ চলো।
একদল যেই ক্ষমতাকে পায় বিরোধী দলের ভুল,
ধরতে ধরতে বিরোধী দলের থাকে না কোনোই কূল।

অধিকার নিয়ে দাবি তুলেছেন খাইবেন গুলি ফুটে
মরবেন তিনি পচবেন তিনি ফায়দা পরেরা লুটে।
রাজনীতি নিয়ে দেশটাকে খায় জণগণে খায় ধোঁকা,
রাজনীতি পেতে স্বাধীন হয়নি এদেশ সবারি বোকা।

এদেশ তোমার এদেশ আমার এদেশ-সকলের,
ফায়দা লোটার চাটুকারিতায় ভাগ হবে কেন ফের?
রাজনীতি নামে চাটুকারিতার লুটপাট যদি হয়,
সেই রাজনীতি বাদ দিয়ে দাও মুক্তির অবক্ষয়।


২২-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।