খন্ড বিখন্ড
- আলমগীর সরকার লিটন

মিছিল ধরে পাখির ছানা বজ্জাত
রক্তচোষা হায়না, তবু শুনেছি কত
সাধু সন্ন্যীর বাণী- এখন রক্ত বধু
সাজতে খুবি ব্যস্ত- ব্যস্ত- ব্যস্ত;
আয়নার ছবি দেখে ঠোঁটে রক্ত!
জুলাই আগস্ট নাকি শুধুই তিক্ত
আমরা বাপু হইছি দলকানা সিক্ত;
শোধরানো না দেশ প্রেমিক রিক্ত
তবু ভাই পাখির ছানা বলে কথা-
কলঙ্কের ইতিটানলো খন্ড বিখন্ড।
২২-১০-২৪


২৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-১০-২০২৪ ১১:২৪ মিঃ

চমৎকার উপস্থাপনা, গভীর উপলব্ধি। আন্তরিক অভি বাধন ।

আলমগীর সরকার লিটন
২৪-১০-২০২৪ ০৯:৫৯ মিঃ

পাঠে অনেক শুভেচ্ছা রইল
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন--