ওরে তোরা কই?
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওরে তোরা কই?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৩-১০-২০২৪ ইং
**********************
আর কতদিন গৃহপ্রান্তে বসি অপলক চেয়ে,
কাপুরুষের মত দেখবি শুধু হাত পা গুটায়ে!

নীল নকশার চিত্র আঁকিছে সেই দোসর গোপনে,
ওরে তোরা কই? কোন গৃহকোণে বসি আনমনে!
ওরা দিয়েছে হাত ভিত্তিমূলে,চারিদিকে শৈলমালা,
তুলরে তুল তরঙ্গ - নীল সরোবরে নিস্তব্ধ নিরালা!

কেন চুপছে আছিস মাতৃস্তনপানরত শিশুর মতন?
ওরে তোর মাতৃকার আকাশ যেন কালো মেঘগণ!
স্বাধীন সূর্য্টা ডুবে দিতে চায় ওই নীলগিরিশ্রেনী,
কৌশলে কেড়ে নিতে চায় তোর নিশানা এ ধরণী।

শুভ দৃষ্টিরোধ করি অশুভ’রে ডাকিয়াছিস সিন্ধুপারে,
এখন শুন্যতার মরুদেশে হারিয়েছিস পথ বালু ঝড়ে!
ওরে তোরা কই? জাগিবার কি কেহ নাই?
নিশিথে পাঞ্জেরী জ্বালা ওরে দেশপ্রেমিক ভাই।
--------------------------------------------


২৩-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।