চাঁদের বুড়ির চিঠি....১৪
- আশরাফুন নাহার
এই যুগ টা কেমন রহস্যময় লাগে জানো,এই যুগটা সাক্ষী আমার গৃহসাধনার হোঁচট খাওয়ার,
বরফপর্বতে মৃত্তিকার ঘ্রাণ নিতে
বরফগলা নদীতে আচমকা আধিপত্য শীতলহাওয়ার ।
এই অত্যাধুনিক যুগে চিঠি পড়ার অবসর নেই আর,তাও এই চিঠি তোমার কাছেই যাবে,
শত এলোপাথারি জন্ঞ্জাল ঠেলে তোমার কাছেই যাবে,
ভাল করে পড়ে দেখো তো কোথাও আমার মনের ছোঁয়া পাও কি না?
দেখো তো একটা সুক্ষ্ম সুঁচের মতো কিছু কষ্টের ছায়া পাও কি না?
যা তুলে রাখা যায় অমুল্য সিন্দুকে,
কোন অশুভ দূরে রয় যেন,না যেন ছোবলে নিন্দুকে।
আমায় যদি না চিনতে পারো কোনোদিন ঐ ছায়া মিলিয়ে নিও,
বিশ্বাসের প্রাসাদ ভরে নিপুন অদৃশ্য দেওয়া নেওয়া,
অগোচরে আসা যাওয়া।
চিঠির উত্তরে কিছু চাই না
একটি বিনিদ্র রজনী মনভরে নিও জ্যোৎস্না।
ভালো থেকো প্রিয়।
ইতি
তোমার পাগলী বুড়ি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।