অহংকার বোধ
- অরুণ কারফা
তার কাছে আমার সনির্বন্ধ
একটাই অনুরোধ,
কখনো যেন সে হত্যা না করে
আমার অহংবোধ।
বাঁচব তাহলে কি নিয়ে জীবনে
না রইল যদি অহংকার,
কিসের ভরসায় লড়ব ভুবনে
দুঃসময়ে বারংবার।
কিসের ভরসায় এগোব সামনে
বিপদকে তুচ্ছ করে,
বলব তারেও রয়েছি সঙ্গে
ঝড় উঠলে জোরে।
আত্মসম্মান জ্ঞান ছাড়া
বাঁচতে পারে যারা,
হাল ভাঙা নৌকার মতই
দিশাহারা হয় তারা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।