ধর্মের দ্বন্দ্ব
- সৌম্যকান্তি চক্রবর্তী

বহুকাল ধরে চিরহরিৎ আর পর্ণমোচীতে দ্বন্দ্ব

দ্বন্দ্বের ফলে অনেকদিনই কথাই বলা বন্ধ ।

চিরদের চাঁদ ঈশ্বর আর মোচিদের হল তারা ,

এই প্রসঙ্গে বহুদিন থেকে পৃথক হয়েছে তারা।

ধর্মের সুতো একই হলেও বদলে গিয়েছে ঘুড়ি

ধর্মের সেই কলহের ফলে ভালোবাসা গেছে চুরি।

বুড়ো বটগাছ বলেছিল নাকি পিতা সবার একই

বিদ্বেষ আর হানাহানির কারণ বানানো মেকি ।

সন্তান সেই একই সজীব পাতাদের নড়াচড়া,

কেউ থেকে যায় কেউ পড়ে যায় পিতার আজব খেলা।


২৬-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।