পুনরায়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পুনরায়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৭-১০-২০২৪ ইং
**********************
স্বাধীনতা, স্বাধীনতা বলে এই ভূ-লোক,
বজ্র স্বরে চিৎকার করে উঠল কিছু লোক!

স্বাধীনতার ভিতরেও পরাধীনতার জ্যেষ্ঠ শামুক
বার বার আঘাত হেনেছে লাল-সবুজের এ বুক।
একবার একটু নড়েই নতুন ভঙিতে নাচিছে
বলতে শুরু করেছে নতুন স্বাধীনতা এনেছে!

স্বাধীনতা কোথায় জলে স্থালে দ্রাঘিমা জুড়ে?
চারিদিকে দস্যু ডাকাতের নির্ভয় মহড়া বিস্তরে!
শাখে শাখে দুষ্ট কাঠবিড়ালী ভীড় করেছে দলে দল
ফল শুন্য বৃক্ষ এখন মরু প্রান্তরের প্রখরা তল!

আজ স্বাধীনতা পুড়েছে চিতার অনলে দাউ দাউ-
পদ্মা –মেঘনা- যমুনার জলে নেই উথরোল ঢেউ।
যে রকম নব স্বাধীনতা চেয়েছিলাম মাতৃকার আঁচল তলে,
তা যেন সেই পুরানো সংগীত হয়ে এসেছে ফিরে নব তালে।

নব স্বাধীনতায় -নব স্বপ্নে- আমি যেন নির্জন হলাম,
আমি বঞ্চিত ছিলাম, আমি পুনরায় স্বাধীনতা হারালাম।
------------------------------------------------


২৭-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।