শেষ আশা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

শেষ আশা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-১০-২০২৪ ইং
**********************
হে জাতির বিবেক! তুমি একবার সেই সত্যটা কও,
যা তুমি দেখেছো, যা তুমি জেনেছো শহর- গঞ্জ- গাঁও।

সেই কালজয়ী ইতিহাসের কথা, সেই বিপ্লবের কথা,
জানুক মানুষ,সেই সুশোভন সত্যটা বলো অন্তর গাঁথা।
অলক্ষ্যে আর কত কাল মসনদে বসে শুনাবে মিথ্যা গান,
আর কত খুঁটে খুঁটে খাবে ইতিহাসের স্বর্নালী রচন-বচন।

লক্ষ শহীদের রক্ত ঝরা প্রাণে যে পতাকা উড়েছিল ভুবন,
সে স্বাধীনতা’রে কি করে দেও মিথ্যা অপবাদ -অপমান?
বিষে বিষে নীল হয়ে গেছে দূর্গের সেই যোদ্ধার প্রাণ,
হে জাতির বিবেক এখনো কি তুমি অন্ধ-বধির -জ্ঞান?

একবার তুমি সেই সত্যাটা কও, জানুক মানুষ,
এক মুত্যুঞ্জয়ী বজ্র হুঙ্কারে জেগেছিল জনতার হুশ!
হয়তো সময় পাবে না বেশী চারিদিকে বড় টলোমলো,
হে জাতির বিবেক! তুমি এখনি সেই সত্য কথাটা বলো।

আঁচলের তলে থেকে থেকে জীবন খেয়ে চলেছে সবটুকু,
সেই দোসর রুখে দেও, স্বাধীনতাই জাতির শেষ আশাটুকু।
---------------------------------------------------


২৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।