স্মৃতির পৃষ্ঠা থেকে
- মোঃ মুসা (গাংচিল)
মাঝেমাঝে খুব মনে পড়ে যায়
স্মৃতির ভাঙ্গা পেন্সিল,
মনে পড়ে যায় ভাঙ্গা সেতুর
সেই জোড়াসাঁকো স্বপ্নীল।
মাঝেমাঝে যেন অদল বদল
শুধু পাল্টাই,
ভুল করে আমি এক হয়ে যাই
তো আগে যা চাই।
যত অবহেলা যত অপমান
মুছে ফেলে দেয় স্মৃতি,
একা করে দেয় সবকিছু থেকে
মনের নিয়ম নীতি।
বুকের পাথর দূরে সরে যায়
কঠিন বরফ শীতল ছড়ায়,
ক্ষমা হয়ে যায় নিজ অগোচরে
অদেখা হৃদয় চাপিয়ে বেড়ায়।
২৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।