মসনদের যুদ্ধে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মসনদের যুদ্ধে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-১০-২০২৪ ইং
**********************
ওরে এ খেলা যেন কভূ শেষ হবে না চটপট,
মসনদের যুদ্ধে আজো জনতার প্রাণ ছটফট।

এক ভয়ঙ্কর অশনি সংকেত দেখছি -এ বঙ্গতে,
স্বৈরতন্ত্র গণতন্ত্রকে গ্রাসিয়াছে ক্ষমতার মেলাতে।
এখানে কেউ পরিশুদ্ধ নয় ভাই’রে
ছদ্মবেশীদের আড্ডা চলেছে বঙ্গ মাঝারে।

মসনদের যুদ্ধে মেথেছে দেশদ্রোহীদের ছানাপোনা,
ঠিক যেন গুলির সঙ্গে খেলা, মৃত্যুরে ডেকে আনা।
পিছ ঢালা রাজ পথে গুজব হুজুগের খেলা,
দুর্দম খেলা চলে, বুকে ভাসে অকাল মৃত্যুর ভেলা।

মসনদের যুদ্ধে জনতা হেরে যায়, প্রাণ হারায়,
স্বাধীন পতাকা পুড়ে যায় দোসর অসুরের লাভায়।
তবু বিবেক নিশ্চুপ! নিরহ জনতা সতেজ প্রাণ দেয়,
ন্যায্য অধিকার হারায় ব্যাথাতুর অশ্রুজল ঝরায়।

তবু যুদ্ধ চলে, মসনদ দখলের যুদ্ধ , ওরে টোকাই রস্তুম,
স্ব- চোখে দেখলাম চোর ডাকাত দস্যু চারিধারে অভিরাম।
--------------------------------------------------


২৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।