তবু জাগো আরকবার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

তবু জাগো আরকবার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-১০-২০২৪ ইং
**********************
কে নিবে এ জাতি মুক্তির গুরুভার?
চারিদিকে প্রস্তরীভুত চির সত্যের দ্বার।

জানিনা,বিভক্ত হলো এই দেশ কোন পাপে?
চেতনার দ্বন্দ্বে এখনো জ্বলে আগুনের উত্তাপে!
স্বাধীনতা কেন পরাজিত কঠিন পাথরে ঢাকা,
কোন মত পথ ভেঙ্গেছে দুরন্ত গতির চাকা?

হে জাতি এখনো কেন কারো প্রতীক্ষা করো,
চেতনার মন্ত্রে গর্জে উঠো,বিজয় কেতন ধরো।
ওই আসছে কানপেতে শুনো দোসরের পদধ্বনি,
এক হও ,লড়াই করো নব উদ্দামে আঘাত হানি।

এ স্বাধীনতা, চির বিজয়ের মুকুট,প্রেমের গুরুভার!
কেউ পারবেনা ছিনাতে তারে তবু জাগো আরকবার।
----------------------------------------------


২৮-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।