ভেসে যাবে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ভেসে যাবে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-১০-২০২৪ ইং
**********************
হে জনতা, জানি হে জেগে উঠবেই ভঙ্গুর কঙ্কাল,
জাগো হে জাগো দুরন্ত দুর্বার এ যুদ্ধে দল বল।

এখনো হয়নি মুক্তি তোমাদের সাড়া দাও সাড়া দাও,
বুক উঁচিয়ে কল্লা ধরো দেশদ্রোহী দোসর যেথায় পাও।
এখনো চারিদিকে স্তব্দ তোমার মুখের ভাষা!
বজ্র কন্ঠে শ্লোগান তুল রাজ পথে নবীণ ঊষা।

তুমি মুক্ত, তুমি স্বাধীন তবু কেন নতশির হে বীর,
কে দিয়েছে দেশদ্রোহীদের এ মাতৃকার গুরুভার ?
তুমি জনতা, তুমি চেতনার উত্তরসূরী শুধু জাগো
কত প্রাণের কত ঝরেছে তবু তুমি হার মাননি গো।

হে বিপ্লবী জনতা, তোমার তন্দ্রাকে ক্রমশ করো ক্ষয়,
মীরজাফর দমনে আরেকবার জেগে উঠো সূর্য্দয়।
ওরে তুষার জনতা যদি এ যুদ্ধে জাগ্রত হয়-
ওরা ভেসে যাবে গঙা জলে তোর দেশ পালায়।
------------------------------------------


২৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।