আমার কবিতা
- আলমগীর সরকার লিটন
কবিতা আমার ছিরাবিছানার স্পর্শ ভোর
সোনালি সূর্যের আদরে আদরে চাঁদ;
দীর্ঘল যুগের ছোঁয়া ছোঁয়া রোদেলা হাত
খানিটা বৈকালিন ঘুমানো আধার!
আমার কবিতা নীরব কান্নার জল-
খই ফুটা সাঁতারে ডুবে ডুবে যাওয়া
তবু পাই না শীতল উষ্ণ পাওয়া;
আমার কবিতা মধুময় হাসিমাখা মুখ
স্বৈরাচারিনীর নয় তো বজাত অসুখ
যেটুকু শান্তি পাই আমার কবিতায়।
২৯-১০-২৪
২৯-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
৩০-১০-২০২৪ ০৯:৩০ মিঃপাঠে অনেক শুভ কামনা জানাই
কবি মহী দা !
ভাল ও সুস্থ থাকবেন--

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।