পত্র লিখেছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পত্র লিখেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩০-১০-২০২৪ ইং
**********************
সূধীজনের কণ্ঠগুলো এখন ভিনসুরে কথা বলে,
সত্যের ভিতরে অনেক সত্য লুকিয়ে খেলে।
বিবেকের সাথে বিবেকের এখন তুমুল খেলা,
স্বার্থের সংযোগে ক্যান্সার ব্যাধিতে শব্দমালা।

দিকে দিকে বিকৃতির মহড়া চলে অবলীলায়,
সম্নান লুটিয়ে মাঠে খোলোয়াড় খেলাখূলায়।
এখন স্বাধীনতার চোখে অবাক বিষ্ময় !
নাটের গুরুরা কখন যে কাকে খেলায়।

ইতিহাস ঐতিহ্যের পাতাগুলো ঝরা পাতার মত,
ঊনুনের অনলে নিঃশব্দে পুড়ছে দেশদ্রোহী সতত!
আধুনিক প্রেমের কথা বলে যত্রতত্র রক্তের হোলি,
অঙ্গে অঙ্গে অবৈধ প্রণয়ে সভ্যতাকে দিয়েছে গালি।

তবু সূধীজনের কাছে পত্র লিখেছি নিশীথ জেগে
যেমন লেখে বয়ঃসন্ধি কালে প্রবল প্রেমের আবেগে।
কিন্তু ওরা এখনো সেই প্রাণহীনা মাতৃকার সন্তান,
ওদের প্রেম এক বিরহের যন্ত্রনা এ বিজয় কেতন।
-----------------------------------------


৩০-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।