নিটোল ট্রাজেডি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নিটোল ট্রাজেডি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-১০-২০২৪ ইং
**********************
হৃদয় দিয়েই আমি ভালবাসা ফেরাবো বলে,
খুলে দিয়েছিলাম বদ্ধ ধার জীবনের কল্লোলে।

মনে কি পড়ে রোজ প্রতিদিন গোধূলীর প্রাক্কালে!
নীড়ে ফেরা পাখিটি অপলক দেখিতাম বকুল তলে।
কি অপরূপা শাপলা পদ্ম ফুটিত উত্তরের ঝিলে!
সেই পাঁপড়িতে তোমার ছবি দেখিতাম হিল্লোলে।

একদিন নদীর উল্টো জলে সাঁতার দিতে গিয়ে,
শুণ্য হাতে ফিরে এলাম চিতার অনল বুকে নিয়ে।
সেই যৌবনের শৈশবেই তোমাকে চিনেছিলাম,
অজান্তেই অবুঝ প্রেমের রাঙা স্কেচ এঁকেছিলাম!

শরীরের শিরা উপশিরা অস্থি মজ্জাকে বলেছিলাম,
হৃদয় দিয়েই আমি ভালবাসা ফেরাবো এ ধরাধাম।
কিন্তু বুঝিনি এখানে এত নিখুঁত নিটোল ট্রাজেডি
আজো সেই উজ্জ্বল রঙের স্কেচে রক্তক্ষরনের ঘাঁটি।

বদলে গেল পৃথিবীর কত কিছু,শুধু বদলায়নি আমি,
এখনো সেই আগের মতই হৃদয়ে গভীরে আছো তুমি।
কেবল প্রেমই কিছু এখনো হৃদয়ের মিছিলে-
নিয়ত খুঁজে ফিরে সেই কিশোরী বকুল ঝরা ফুলে।
-----------------------------------------


৩১-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।