কপাল পুড়েছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কপাল পুড়েছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-১০-২০২৪ ইং
**********************
এই নাও রক্ত, এই নাও জীবন তবু মুক্তি দাও,
চারিদিকে নৈরাজ্যের যে মহড়া তা তুলে নাও।
স্বাধীনতাকে আদর করে রেখো সজিব শাখে,
চেতনাকে চৈত্র বৈশাখ ঝড়ে দিও নাকো রুখে!
খরা আর ঝড়ে তপ্ত বালুকা আঘাত হানে অন্তর,
গণতন্ত্রকে বুকে রেখো, আগলে রেখো সবুজ প্রান্তর।
জাতির দুর্দিনে মায়ের যত্ন নিও সুখী হবে সন্তান,
এই নাও রক্ত, এই নাও জীবন তবু গাও সেই গান।
এখন বড় কষ্টের রাত!
দিকে দিকে দেশদ্রোহীদের কালো হাত।
অনাদরে কি রকম ক্ষত হয়েছে স্বাধীন মাতৃকার গায়ে,
অটুট রয়েছে স্বৈরতন্ত্র,পরিবারতন্ত্র- ফ্যাসিবাদী হয়ে।
এই নাও রক্ত, এই নাও জীবন তবু মুক্তি দাও,
জন্মাবধি কপাল পুড়েছে- তুমি কি দেখতে পাও?
------------------------------------------
৩১-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।