দুঃখের কবিতা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

দুঃখের কবিতা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৩১-১০-২০২৪ ইং
**********************
আমার এই দুঃখের কবিতা কে শুনবে?
এই রক্তক্ষরণের খবর কে মসনদে পৌঁছাবে?

কে দেখবে আমার এই দুঃখের চিহ্ন কেমন!
ক্ষমতার পালা বদলেও বদল হয়না শোসন।
বল না কাকে বলবো? এই মৌলিক কাহিনী!
দিকে দিকে আপন দর্শনের ফ্যাসিষ্ট বাহিনী।

মুদ্রার এপিঠ-ওপিঠ, আলো বলে কিছু নেই,
চারিদিকে সেই পুরানো শকুন ঝাঁকে ঝাঁকে পাই।
আমার এই দুঃখের কবিতা কে মুছবে?
দুঃখের নিখুঁত চিত্র আরো বেশী মাকে ঢাকবে।

একেকটি দুঃখ একেকটি দেশলাই কাঠির মতন,
সুখের চরনগুলোকে ক্রমে ক্রমে করছে দংশন।
দেশপ্রেমের নাম করে ওরা সব সংগোপনে—
দুঃখের কবিতা রচেছে লাল সবুজের কেতনে।

আমার এই দুঃখের কবিতা কে বুঝবে?
সাজিয়ে রেখেছি দুঃখ’রে আমি কে তা ভঙ্গবে?
------------------------------------------------


৩১-১০-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।