সে জানে শুধু
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সে জানে শুধু
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ0১-১১-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
এই অবুঝ হৃদয় ভালোবাসাহীন গেলে,
স্বপ্নগুলো বিলীন হয়ে যাবে জীবন কালে।

কলঙ্ক হবে কলঙ্ক হবে উথরোল প্রেমের,
ব্যদনার তরঙ্গ উঠবে হৃদয়ের চারিধার।
ভেঙ্গেচূড়ে যাবে নিমেষে যুগলবন্দী হাত,
জীবন হবে ধূসর বর্ণিল শর্তহীন কষাঘাত!

প্রেম এক অনুভূতির মহাশক্তি অন্তর ভূমি,
সে অযূত স্বপ্নে বেঁচে থাকে মৃত্যুঞ্জয়ী হয়ে
তুমি আর আমি!
সে হৃদয়ে বারে বারে আসে ভালবাস যদি,
সে জেনে যায় বিষাদের অমরতা নিরবধি।

প্রেমের অনুভূতি বুঝেনা অপরাধের ভূ-লোক,
সে জানে শুধু তুমি আর আমি এ আনন্দলোক।
সে ভুলে যায় প্রেমের যত বিরহ ব্যদনার দাগ,
কঠিন পরীক্ষ হয় হউক তবু নেই অভিযোগ।
--------------------------------------------


০১-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।