বালক- আমি ও ফড়িং
- কমলতোলা
চরাচরের ক্ষুদ্র এক জীব ফড়িং
লাফায় সে যে তিড়িং বিড়িং
শিশু বালকেরা ধরতে যায় তারে
মুহূর্তে উড়ে যায় সে কোন দূরে
আমার শৈশবে যেতাম চুপিচুপি
দু আঙুলের ফাঁকে লেজটি চাপি
তারপরে ধরতাম তার দুটি ডানা
ছোট বোনটি দেখে হতো হাস্নুহানা
কিছুপরে উড়িয়ে দিতাম আকাশে
ছাড়া পেয়ে সে যেন খুব হাসে
আমার আনন্দের থাকতো না সীমা
এ নিয়ে বোনের সঙ্গে হতোনা বনিবনা।
০২-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।