অনুতপ্ত
- মাহাবুব আলম

*হে প্রভু.........
মার্জনা কর মোরে_
পাপীষ্ঠ-তুষ্ট মানব আমি,
তোমার ধরনী সভার পরে ।
*আমায় মার্জনা করো
তব দানে:
সরল প্রাণে বাছায়ে রাখ মোরে ।
*হীনমন রাক্ষসে-
লভিয়াছে মোরে,
সমুদ্রের উজ্জ্বল কিনার থেকে দুরে
ঊষাহীন আঁধারে !
*আমার কাটিছে যে দিন-রাত
লালসার তরে,
সজ্জাগত সন্ধ্যানি শনে_
আমায় আলো দাও, আলো দাও
কিছু নাহি মোর
কোনো প্রতিদানে ।
*অকুল মরু রপ্ত করিয়াছে মোরে
ধীরেধীরে-
নির্মল-নিরাকার তুমি
জাগাও আমায় শুধু তোমার তরে ।
*আমারে দান করো তোমারে
নিরালায়-নিরজনে
সাম্য সরণীতে, শেষ বেলাতে
যেথায় রহিয়াছো তুমি
নূরানী বিস্তারে !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।