প্রেমের বিজ্ঞাপন
- অনির্বাণ মিত্র চৌধুরী
আমার হৃদয় খুলে দ্যাখো,
তোমার জন্য একটা আকাশ– ইচ্ছেঘুড়ি আঁকো।
ইচ্ছেঘুড়ি ইচ্ছেমতোন উড়ুক আকাশ জুড়ে
তুমিহীনতার দহন-তাপে হৃদয় নাহয় পোড়ে।
দহন থামাও, বৃষ্টি নামাও ভিজুক আমার মন
মেঘের খামে তোমার নামে প্রেমের বিজ্ঞাপন।
আমার হৃদয় খুলে দ্যাখো,
তোমার জন্য একটা নদী– ডুবসাঁতারে থাকো।
সকাল-সন্ধ্যে সাঁতরে বেড়াও মনের নদী জুড়ে
মন্দ-ভালো অঙ্গে মাখাও, বিচার রাখো দূরে।
অঙ্গে মাখো, সঙ্গে থাকো, জমুক আলাপন
কথার স্রোতে আবেগ প্রোতে প্রেমের বিজ্ঞাপন।
০৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।