টুপটাপ হেমন্ত পড়তে থাকে
- নাহিদ সরদার
বীজতলা কাঁধে বাবা হেঁটে এলে
সুবজ ধানের পাতায় জমতে থাকে
কুয়াশার পাণ্ডুলিপি।
রাতের সীমান্ত থেকে ভেসে আসে
ভৌতিক ছাতিম ঘ্রাণ,
হিম আবেশে একটা রাত শেষে
লাল শাক ক্ষেতে পড়ে সোনা ঝরা রোদ।
এরপর শৈল্পিক দুপুর ঠোঙ্গায় পুরে
খেজুর গাছের সিঁড়ি ভেঙ্গে মগজে ওঠেন
নিয়ামত গাছি
রসের আবাদ শেষে তিনি নেমে এলে-
টুপটাপ হেমন্ত পড়তে থাকে।
৩/১১/২০২৪ তারিখ
দৈনিক মানবকণ্ঠে প্রকাশিত কবিতা
০৩-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।