তুমি ডাক দিলেই
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি ডাক দিলেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
**********************
তুমি ডাক দিলেই ,বুঝতে পারতে কতোটা হুলুস্থুল,
কতোটা ব্যকুল হয়ে ওঠে ,কতোটা অযূত কাঙাল!
কতোটা অনটন আজম্ন ভেতরে আমার,
তুমি ডাক দিলেই নিমেষেই জেগে ওঠে অন্তর।
রক্ত ক্ষরণের যত কষ্ট সব ভুলে ছুটে যাই-
অধরা সীমান্তের স্বপ্নলোকে- যদি খুঁজে পাই!
পরিণত প্রণয়ের উচ্ছাসে উৎসমূল ছোঁব বলে,
প্রহর গুনতে থাকি ফুল শয্যার বাসরে প্রাণ খুলে।
তুমি ডাক দিলেই এতোটুকু দেরী করব না হায়,
এখানে যে অমৃত সুধা –সীমাহীন সুপ্ত অভিপ্রায়।
ডাক দিলেই যুগল পরশে প্রেমের আশ্রম বানাবো,
উত্তাল তরঙ্গের উচ্ছাসে বহমান প্রণয় নদী হবো।
একাবার ডাক দিলেই সব কিছু ফেলে,
মৃত্যুঞ্জয়ী প্রেম হয়ে যাবো হৃদয়ের ডানা মেলে।
------------------------------------------
০৪-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।