পরশে যদি নাইবা এলে
- মোঃ আমিনুল এহছান মোল্লা

পরশে যদি নাইবা এলে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
**********************
কেন ফুটিলে কাননে ফুলে ফুলে?
কেন দুলিলে সমীরণে পাঁপড়ি মেলে মেলে!

ফুটলেই যদি সুবাস ছড়াতে হয় চারিধারে,
ডেকে কাছে নিলে না কেন সুমধুর সুরে!
তবে কেন এমন নাড়ালে?
কাননের নিভৃত কোণে অদৃশ্য আড়ালে?

তুমি তো শুনালে শুধু শ্রাবণ মেঘের কান্না,
কভূ চেয়ে দেখনি অঝোর অশ্রুঝরা বন্যা।
শুধু নাড়ালে ঝরা পাতার মতো তুফানে,
যতটুকু সইতে পারি তার চেয়েও বেশী গর্জনে।

এখন অথৈ জলে মরি মরি তুমুলভাবে ভেতরে
কেন এভাবে নাড়ালে অনল শিখায় পুড়ে পুড়ে?
পরশে যদি নাইবা এলে-
সুরভী সুবাসে কাননে কেন ফুটিলে?
--------------------------------------------


০৪-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।