ওগো এই সেই আমি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

ওগো এই সেই আমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৪-১১-২০২৪ ইং
**********************
ওগো এই সেই আমি ফিরে দেখ আমাকে!
আমি হৃদয়ের ব্যকরণ,আমি চিনছি তোমাকে!

অনেক গবেষণার পরে প্রেমের পুষ্পিত বিজ্ঞান
আমি পেয়েছি খুঁজে দৃঢ় সত্যের মৌল উপাদান।
এখানে ছিল না কোন ছলনার রক্ত বিন্দু,
এখানে ছিল সফেদ সফেনের উচ্ছসিত সিন্দু!

এটা না বুঝা মানে অনুপম যুদ্ধকে না চেনা,
এটা যে সেই প্রেমের উপমা চির চেনা জানা।
তার কতটুকু জেনেছো সকালের সোনালী শিশির,
লুকিয়ে আছে রাঙা সূর্যের মতো ঝিনুক- মুক্তার ।

খলসটা খুললেই চেনা যেত এই আমিকে-
তপ্ত মরুভূমি চেনা মানে এখন চেনা আমাকে।
ওগো এই সেই আমি -ফিরে দেখ আমাকে!
অন্ধকার গগণের দিকে মুখ নিঃসঙ্গতার ভূ-লোকে।
----------------------------------------


০৪-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।