খুলেছি প্রেমের হৃদয়
- মোঃ আমিনুল এহছান মোল্লা

খুলেছি প্রেমের হৃদয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ৫০-১১-২০২৪ ইং
**********************
আমি গোধূলী লগ্নে এক নিষ্ঠুর নদীর পাশে,
বসে রয়েছি, আর অপলক চেয়ে আছি আকাশে!
সেই উজ্জ্বল তারাটি আজো উঠেনি শুভ্রতায়,
আশ্রয় নিয়েছি আঁধারের বুকে হৃদয়টা ছড়ায়।

ভিতরে বাহিরে যেদিকে তাকাই অদৃশ্য মনে হয়,
তবু যদি তারাটি জাগে এই অন্ধকার দীপ্তিময়।
বসে আছি অধীর প্রহরে এক নিষ্ঠুর সময়ে-
সে আর জাগেনি, সে আর হাসেনি আলোয়ে।

কি এক বিষ্ময় কেউ তা জানে না !
তবু বসে আছি নদীতে জোয়ার আসে কি না।
সে আসেনি,হয়তো এসেছিল অন্য নদীতে,
প্রবল ব্যথা জাগে কেউ তা বুঝেনি এই ধরনীতে।

রাত্রির প্রহর শেষে যদি কখনো সূর্য্ হাসে-
তোমাকে নিমন্ত্রণ হে প্রিয় আলোকিত দিবসে।
খুলেছি প্রেমের হৃদয় এই পৃথিবীর মোলিক আশ্রয়,
তুমি এসো হে তুমি এসো হে রাত্রির আকাশে শুভ্রময়।
---------------------------------------------


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।