তবু সত্য প্রেম জেগে আছে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
তবু সত্য প্রেম জেগে আছে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২০২৪ ইং
**********************
ওই আকাশের বুকে যাবতীয় দুঃখের নীলিমা,
এখন যেন সেই রূপ ধরেছে স্বপ্নের প্রিয়তমা।
এক স্থির অন্ধকারে নিশ্চুপ বসে আছি, চেয়ে আছি,
এ উঁচু প্রাচীর ডিঙ্গোবো কি করে-মৃত্যুর কাছাকাছি!
আমি সেই ভয়ের নিদারুন অন্ধকারে-
শুকতার খুঁজে বসে আছি নদীর ধারে।
এতো প্রহর গুনেছি তবু উঠেনি এতোটুকু আলো আজ,
মনে হয় আমি এক অমোঘ মৃত্যুর কাছাকাছি-সাঁঝ!!
তবু নিয়েছি হৃদয় হতে হৃদয়ে আশ্রয়-
হয়তো রচিত হবে প্রেমের সমাধি নব সূর্য্দয়!
আমি নশ্বর! তবু প্রেম হউক অবিনশ্বর,
এই পৃথিবী হেসে উঠুক রাত্রির অন্ধকার।
যেখানে তাকাই–শুধু অন্ধকার, শুধুই অন্ধকারময়,
তবু সত্য প্রেম জেগে আছে মৌলিক বিষাদে নির্ভ্য়!!।
--------------------------------------------
০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।