প্রেমের সূরভী
- মোঃ আমিনুল এহছান মোল্লা

প্রেমের সূরভী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২০২৪ ইং
**********************
তুমি বলেছিলে ভালবাসা নেই, ভালবাসা নেই,
আমি দেখেছিলাম কাননে পুষ্পিত সুরভী জুঁই!

প্রসন্ন হৃদয়ে ছুঁতে গিয়েছিলাম পূর্ণিমার শুভ্রতায়,
ছুঁতে পারিনি তবু ক্ষোভ নেই এই ধূসর ধরায়-
তুমি বলেছিলে ভালবাসা পরাজিত হবে একদিন,
আমি দেখেছিলাম শিশিরের সৌরভে মুক্তা দান।

ফুলের পাঁপড়িগুলো বিচ্ছেদ হয়নি কাননে,
সে আগের মতই আছে- ভ্রমর শুধু জানে !
কথাগুলো ছড়িয়ে গেছে হৃদয় হতে হৃদয়ে-সবখানে
শিরা উপশিরাগুলো ভেঙ্গেছে নিরবতা তুমুল শিহরণে।

তুষার গলে বয়ে চলেছে জল ধারা কলতানে,
নীলাভ রৌদ্রকিরণে আমি খুঁজি তারে আনমনে।
যেমন পৃথিবী রৌদ্রকে ধরে প্রসন্ন করপুটে-
ঠিক তেমনি দস্যু হয়ে ছুটেছি প্রেমের কপাটে।

আমি লুটে নিব অনন্ত মিলনে অমেয় সুখ সূধা,
ইস্পাত চকচকে প্রেমের সূরভী ফুটাব এ বসূধা।
------------------------------------------


০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।