প্রেমের রৌদ্রকে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমের রৌদ্রকে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৫-১১-২০২৪ ইং
**********************
কখনো বুঝতে চাওনি কি অসংখ্য তরঙ্গ প্রতিদিন,
এ অন্তরে দোলা দিয়ে যায়,ছোঁয়ে যায় সারাক্ষণ।
যারা বুঝেছে তারাই সেই শুদ্ধ উদ্ভাস দেখেছে,
কি অনুভূতির পরশে কবি তার কবিতা রচেছে!
একটি কবিতার জন্য অধীর প্রহরে ছিল মহাকাব্য,
কিন্তু সেই কাব্যিকের সভ্যতা গ্রাসিয়াছে অসভ্য।
দুয়ারে এখন প্রেমের শিকারী দাঁড়িয়েছে-
প্রেমকে করেছে হত্যা,শুন্যতায় অন্তর ছুঁয়েছে।
এখন রৌদ্রকে মনে হয় ঘন কুঁয়াশায় ঢাকা কিছু,
প্রেমের রৌদ্রকে দেখা যেন ছুটে চলা রাত্রির পিছু।
স্পন্দিত হৃদয় বাগানে রক্তকবরী নিশ্চয় ফুটেছে,
রক্তকবরী লজ্জাহীন প্রণয়ে বিরহের অশ্রু ঝরেছে।
তবু প্রেম কোন মুখোশ নয়, স্বর্গিয় অনুভূতি,
হৃদয়ের গহিনে জ্বলা সূর্যের সোনালী জ্যেতি!!
--------------------------------------
০৫-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।