ক্রোধগুলো
- মোঃ আমিনুল এহছান মোল্লা
ক্রোধগুলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৬-১১-২০২৪ ইং
**********************
মেঘের ক্রোধগুলো গর্জে উঠিছে ঝড়ের ডঙ্কায়!
হঠাৎ হাওয়া বহিছে এই বঙ্গে রাঙা চক্ষু চায়।
গগণের নীল শান্তিগুলো এখন বিমূঢ় হতবাক,
কৈয়েরা দলে দলে উজানে ছুটিছে স্রোতের বাঁক।
সাপ বিচ্ছুরা গোপনে মিলিয়েছে তাল তরঙ্গের নূপুরে,
পুরানো সেই শকুনেরা আঘাত হানিছে প্রবল হুঙ্কারে।
নব্য হয়েনারা হয়েছে মিলিত ভীষণ কুটচালে,
মুক্ত আকাশ জুড়ে গর্জে উঠিছে তীব্র কল্লোলে।
ঠিক যেন সেই পুরানো শিল্পীর সুর খেয়ালে,
চির শত্রুর নৃত্য চলে দেশদ্রোহীদের আদলে।
এখন গগণের বুকে কালো রঙ দারুন নির্ম্ম!
কূল হারায়ে তরঙ্গ যেন থেমেগেছে ধরাধাম।
ঘাতকের ক্রোধগুলো উঠিছে গেছে কালো শিখরে,
গগণের শুভ্রতা নিয়েছে ছিনিয়ে প্রখর রৌদ্দুর দুপুরে।
স্বাধীনতার বুকে এখন অট্টহাসি ধ্বনিত- নিয়ত,
রাগ ক্রোধ প্রতিশোধের ডঙ্কায় মিলিত- সজ্জিত।
--------------------------------------------
০৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।