কি যে জনতা হলাম!
- মোঃ আমিনুল এহছান মোল্লা
কি যে জনতা হলাম!
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ০৬-১১-২০২৪ ইং
**********************
শুনেছো,অনেকবার কেঁদেছি, জনতার কান্না কেউ বুঝেনি,
কেউ শুনতে চায়নি! শুধু পেয়েছি রাঙা চোখের স্বৈর চাহনী।
মুল্যহীন আলোকবর্তিকা হয়েছি দুঃখের তরে মাথা কোট,
সবাই বিক্রি করেছে অকাতরে ছলনার চুম্বনে ঘাটে ঘাটে।
ধর্ষিত হয়েছি, লুণ্ঠিত হয়েছি, অপমান- অপদস্ত হয়েছি-
বঞ্চিত হয়েছি তবু নাকি আমরাই ক্ষমতার উৎসে রয়েছি!!
এর চেয়ে বড় ছলনা আর কি আছে স্বাধীন মাতৃছায়ে-
জনতার সরল প্রাণে ওরা সবে ব্যদনার শূল ফোটায়।
কি যে জনতা হলাম! মনে হলেই আঁতকে ওঠি সংশয়-শঙ্কায়,
আমার সমস্ত অধিকার, মৃত্যুঞ্জয়ী দুঃখের কাছাকাছি নির্ভ্য়!!
স্বৈরতন্ত্র-গণতন্ত্র- ছলনাতন্ত্র কিংবা দেশদ্রোহী মহাতো,
আরো কত কি যে নাম, সব মনে নাই তো !
কি যে জনতা হলাম! যেন সব দুঃখের দায়িত্ব নিয়েছি,
শতগুন করে ফিরে দেয় তবু ওদের পক্ষেই সদা লড়েছি।
জনতা হয়েছি, অজ্ঞই রয়েছি-
স্বার্থ্ মহলের কাছে বারে বার বিক্রি হয়েছি।
কি যে জনতা হলাম! আপনার মূর্খতায় আপনাকে হারালাম,
ক্ষমতার উৎস বটে!হিংসার নরকে অধিকার পুড়ালাম।
------------------------------------------------
০৬-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।