বিদ্বান রাজা
- মাহাবুব আলম
ওদন চাহিয়া রাজা ভিখারির দ্বারে
মনোজ বিরল স্বরে ভরাইলো তারে ।
পাবক নিভিয়া দেখি বরফের সারি
পুলক প্রকর স্বরে অবাক ভিখারি ।
আজ রাজা প্রজাবার সরল সাধক
সাম্য বিলাস তব ভিখারির চোখ ।
দরবার দূর্দম মুরুব্বিয়ানা
সব ফেলে মহাশয় হলেন বেগানা ।
নৃপতি শোভা সবই অন্ত পরবাসে
কূল ছেড়ে নরপতি ভিখারির পাশে ।
উজ্জ্বল দিননাথ কীর্তি ছাড়িয়া
নীড় তিনি গড়িয়াছেন ঈর্ষা ভুলিয়া ।
নাহি কোন অখ্যাতি তমিস্রার ভয়
চাপা উল্লাসে ভাসে রাজা মহাশয় ।
কঠিন নর্দমারে বাসিয়া ভাল
বিদ্বান জাগাইলো অগ্রণীর আঁলো ।
দিনে দিনে ভিখারি সাঁজে রাজা ভেসে
অনুগত হলো রাজা রাজাহীন দেশে ।
স্থাবর পাইয়্যা ভোলে আপন কথা
সুখের ভূমিতে হানে কঠোর বারতা ।
তার ফলে ধৃত ছলে বিনাশ ঘটিলো
ভিখারি রাজা ফের ভিখারি সাঁজিলো ।
এই দেখে মহাশয় বলেন তাহারে
রাজা হবে সেই জন, কাতর আপন মন,
সইতে পারিবে যে সারগর্ভাহারে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।