নিমন্ত্রণ আমারো
- মোঃ মুসা (গাংচিল)

যাবে নাকি ভাই শশীভূষনের আমাদের সেই গাঁয়,
চারদিকে নদী, সবুজ শ্যামলে ব দ্বীপ-ভোলায়।
সারাদিন ধরে সবুজ পাতায় নিয়ে ফুল তুলে তুলে,
মনটারে ভাই উদাস করিয়া যদি যাস পথ ভুলে।
বাড়ি ফিরে যদি এমনি করিয়া মন না ফিরিতে চায়,
একবার গেলে আমাদের গাঁয় ভালো লাগা লেগে যায়।
তাই বলে ভাই যদি থেকে যাস দোষ দেব তার হায়,
রেখে দেব ভাই আপনার করে মন যদি ধরে যায়।

তুমি যাবে ভাই, যাবে মোর সাথে চরফ্যাশন কী-ভোলায়।
ভালো হয়ে যাবে মনের দরজা একবার এসে যায়।
ছোট কুঁড়েঘর দালান কোঠায় সবকিছু নিয়ে থাকে,
চলার পথেই দেখবি তো ভাই রাস্তার বাঁকে বাঁকে।

ইলিশ মাছের সাধ যদি পায় একবার মুখে হায়,
তাজা তাজা মাছ নদী থেকে তুলে যদিও আনতে চায়।
পাখির ডাকেই ঘুম ভেঙ্গে যায় সকাল বিকাল জুড়ে,
বেশি দূরে নয় ঘরের কোনায় পাখিরা গেয়েছে সুরে।

মায়ের মততা বোনের আদরে পিঠা উৎসবে ধুম,
নাকে গন্ধে কী যদি লেগে যায় ভাঙবে সবার ঘুম।
নদী নালা মাঠ দিগন্ত ছুঁয়ে মনটা যেদিকে চায়,
ঘুরতে পারবি মন খোলাখুলি যত বিনা দ্বিধায়।

কবি জসীমের গ্রাম সুন্দর আমাদের কম নাকি?
চলে আসো ভাই সৈকতে নিব ওখানেই যদি থাকি।
আদর সোহাগে ঘরে ডেকে নিব যদি বা আসো বাড়ি,
নারিকেল পানি গাছ থেকে পেরে দেব তারাতাড়ি।
বাড়িতে কতনা ফল ধরে আছে সবকিছু দিব খেতে,
কথা বার্তায় পরিবার নিয়ে থাকব সবাই মেতে।

আমাদের ভোলা শহুরের থেকে যদিও অনেক দূরে,
কোলাহল মাখা শহরের ছবি দেখে যাও ভাই ঘুরে।
নদীর উপর ডিঙি নৌকার জেলে মাঝিদের মেলা,
দেখতে দেখতে মন না ফুরিয়ে কেটে যাব দিন বেলা।



- মোঃ মুসা


০৭-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।