চাঁদের বুড়ির চিঠি...১৫
- আশরাফুন নাহার
প্রিয়,
বুঝেছি তুমি বদলেছো অনেক,যা আমি বুঝতে চাইনি কখনও-তাই বোঝালে,
আমার এই বহুবার মরনকে বরন করা,
আবার তোমার এক দু'টি ছোট্ট কথায় মনকে ভরা।
তুমি জানো,আর সব জেনে শুনেই তুমি ভীনগ্রহবাসী,
আমি দেখি না আর সেই তোমায়,তাই এই পৃথিবীর সৈকতে আসি,
এখানে তোমার পায়ের ছাপ,দেখি আর গুনি
মনেতে পেতে বসে স্মৃতির আসন,আসে সেই ফাল্গুনী।
আমি ভুলে যাই রাজ্যপুরীর জ্যোৎস্নাধারার গান,
ভুলে যাই আমি বিরহিনীর বেশ,আমি তোমার কৃতদাসী,
এই পৃথিবীর উত্তাল সমুদ্রসৈকতে আসি।
ঘোর কাটে নিমেষেই,এই যে আমি বিরহিনী সেই,
এখনো মরি দিনের শেষলগ্নে এসে,
নির্লজ্জ আমি প্রতিদিন মরি পৃথিবীর সমুদ্রসৈকতের চোরাবালিতে এসে।
আর নির্লজ্জের মতো চিঠি লিখছি আবার দিনাবসানের শেষ লগ্নে ফেলে দিও ঐ সমুদ্র সৈকতে,
তোমার বদলে যাওয়ার কিছু কথা লেখা তাতে,আর আমার তোমাতে মগ্ন কিছুক্ষণ।
যতই দূরে থাকার আয়োজন ততই কাছে যায় মন।
তোমার শুভকামনা করি সারাক্ষণ,ভাল থেকো।
ইতি
তোমার
পাগলী বুড়ি
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।