সত্যি বলছি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

সত্যি বলছি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ৮-১১-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
******************************
সত্যি বলছি জানি না, কি এক ক্ষুধা ও তৃষ্ণায়-
এরূপ উম্মাদ পাগলের মত ডেকেছি তোমায়।

আলো কি আঁধার ভেবে দেখিনি উত্তাল তরঙ্গময়,
খুব করে সাঁতার কাটতে চেয়েছিলাম আনন্দময়!!
ভুলেই গিয়েছিলাম এই সাগর জলে-
প্রবেশ অধিকার হায়েছি সেই কবে-কোন কালে!

হয়তো বিপুল তৃষ্ণায় ভুলেগেছি নর্দমার কীটকে
হয়তো খেয়েছি মুধু ভেবে আত্নহত্যার বিষকে!
কতটা জগন্য হলে নিষিদ্ধ ফল খেতে চেয়েছি,
ফুলের পাঁপড়িগুলো ছিড়তে চেয়েছি-তা কি ভেবেছি?

কভূ বেশ্যা ভাবিনি!অপমানও করিনি-
হয়তো ভালবাসার কারনেই -এ যে অপরাধ বুঝিনি।
যখনই বুঝেছি,
তখনই প্রতীক্ষা করেছি

যেখানে অধিকার নেই সেখানে শুধুই ধুঁ ধুঁ বালুচর,
হয়তো কোনদিন তৃষ্ণা মিটাতে যাবে না এ পিঞ্জর।
ক্ষমা করো হে সাগর -নদী জল
তোমার জলে তৃষ্ণা মিটাবো না আর এ নশ্বর।
-------------------------------------------


০৮-১১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।