তুমি
- মাহাবুব আলম
যখন তোমার সৃষ্টি গুলো
আমায় বিবাগী করে,
যখন তুমি নিশ্চহ্ন পথে একাকী হাট,
যখন ফেরারী হয়ে আমার আশা গুলো
তোমার বিশাল হৃদয়ে আসা-যাওয়া করে ।
অবলিলায় তোমার অবহেলা,
ধ্বংসাত্বক প্রণয়ের নীরব চাহনি,
তবুও....
বঝতে বাকি থাকে কিছু ।
কিছু চাওয়া-পাওয়ার মৃত কামনা_
আর......
মনের নিদারুন বাণী ।
আমি তোমায় অন্ধের মত, পাগলের মত
ভালোবাসি বলবো না,
কখ-খনো না..........
শুধু মনে রেখো তোমার জন্য আমার হৃদয়ে-
তোমাকে ভালোবাসি বলে নীল নীল সুখ গুলো
কেঁদে কেঁদে ফিরে তোমার জন্য ।
তবুও ভাল থেকো,
তোমার মত করে..
ভয় পেওনা,
আমায় ভালোবাসতে বলছিনা_
তবে ঘৃণাটুকু তো করতে পারবে !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।